প্রকাশিত: Mon, Aug 21, 2023 2:23 PM
আপডেট: Sun, May 11, 2025 11:08 PM

[১]ছাত্রদল নেতাদের নিয়ে পুলিশের বক্তব্য সম্পূর্ণ বানোয়াট: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: [২] শনিবার নিখোঁজ হওয়া ছাত্রদলের ছয় নেতার প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদলের ছয় নেতাকে পুলিশের গ্রেপ্তার করেছে। আজকে অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। ওই অস্ত্রের ছবি দেখিয়ে তিনি বলেন, প্রাগঐতিহাসিক আমলের অস্ত্র। আজকে ডিবি পুলিশ ব্রিফিং করে বলেছে, বিএনপি নির্বাচনকে বানচাল করতে অস্ত্র জমা করছে। পুলিশের লোকজন এখন রাজনৈতিক ভাষায় কথা বলছে। এগুলো ডাহা মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

[৩] রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

[৪] মির্জা ফখরুল বলেন, প্রতিদিন দেশজুড়ে নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু পুলিশ সদস্য মামলা, গ্রেপ্তার ও হয়রানি অব্যাহত রেখেছে। রাজনৈতিক পরিস্থিতিতে এটা ইঙ্গিত দেয় যেভাবেই হোক সরকার বিরোধীদলকে মাঠ থেকে সরিয়ে আবার ক্ষমতায় যাবে। 

[৫] তিনি বলেন, হবিগঞ্জে জিকে গউসের বাসায় নেতাকর্মীরা আশ্রয় নিলে সেখানেও পুলিশ গুলি করেছে। আহতদের হাসপাতালে যেতে বাধা দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সন্ত্রাসের কথা। কিন্তু সন্ত্রাসটা কোথায় হলো? অস্ত্র তোমাদের হাতে, আইন তোমাদের হাতে। এগুলো রাষ্ট্রীয় সন্ত্রাস।

[৬] এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী পার্টি। অবৈধ সরকারের নির্দেশে পুলিশ এসব করছে। আমরা বারবার বলেছি রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। বিচারবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য বাহিনী একইভাবে কাজ করছে। আমাদের কাছে তথ্য আছে প্রয়োজনে আমরা দেখাব। বিচারপতিদের বলা হচ্ছে দ্রুত সাজার রায় দেওয়ার জন্য। 

 [৮] দলের চেয়ারপার্সনের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া হাসপাতালে আছেন। তার চিকিৎসা চলছে। 

[৯] সামনের দিনে রাজনৈতিক পরিস্থিতি আরো সহিংসতার দিকে যাচ্ছে কিনা প্রশ্ন করা হলে ফখরুল বলেন, সরকার কি চায় তার ওপর নির্ভর করবে। আমরা যে দাবি করেছি সরকারকে সেই দাবি বাস্তবায়ন করতে হবে। 

[১০] এ সময় তিনি নারায়ণগঞ্জ, হবিগঞ্জে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ ও শনিবার নয়াপল্টনে ডিবি কর্তৃক নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান ও আটক ৬ ছাত্রদল নেতাদের মুক্তি দাবি করেন। এছাড়াও সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান বিরুদ্ধে আদালতের রায়কে ফরমায়েশি আখ্যা দিয়ে নিন্দা জানান তিনি। সম্পাদনা: তারিক আল বান্না